পৌরসভার নাম: |
| বাঞ্ছারামপুর |
স্থাপিতঃ |
| ০৬/০৬/২০১৩খ্রি: | আয়তন | ১৬.৯০ বর্গ কিমি |
শ্রেণীঃ |
| প্রথম | ওয়ার্ড সংখ্যা ঃ | ০৯ |
উপজেলাঃ |
| বাঞ্ছারামপুর | জনসংখ্যাঃ | ৫২,৫৯৮জন (২০০১ সনের আদশুমারী অনুযায়ী) |
জেলাঃ |
| ব্রাহ্মণবাড়িয়া |
|
|
বিভাগঃ |
| চট্টগ্রাম |
পৌরসভার সাথে যোগাযোগের মাধ্যম
ঠিকানাঃ |
| বাঞ্ছারামপুর পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া। |
টেলিফোন নম্বরঃ |
| ০৮৫২৩৫৬০৬৮ |
ফ্যাক্স নম্বরঃ |
| ০৮৫২৩৫৬০০৩ |
মোবাইল নম্বরঃ |
| ০১৮১৪০৭৪৩১৩ (ইঞ্জিনিয়ার) |
ই-মেইল নম্বরঃ |
|
|
ওয়েব সাইট ঠিকানা (যদি থাকে)ঃ |
| ---------------------------------------- |
পৌরসভার সাধারণ তথ্যঃ
1.1 পৌরসভার সংক্ষিপ্ত বিবরণ (৫০০ শব্দের মধ্যে)ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী মেঘনা নদী এবং বিভিন্ন নদ-নদী ভরপুর বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর উ: বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন, দশদোনা ,জগন্নাথপুর, বাশগাড়ী, দূর্গারামপুর,ভিটিঝগড়ারচর আছাদনগর গ্রামের আংশিক অংশ নিয়ে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারী নীতিমালার আলোকে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১৩খ্রি: সনের ৬ জুলাই বাঞ্ছারামপুর পৌরসভা গঠন করেন । বাঞ্ছারামপুর পৌরসভা গঠনের পেছনে যে মানুষটির অবদান সবচেয়ে বেশি অবদান রাখেন তিনি হলেন বাঞ্ছারামপুরের রূপকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম, এমপি পৌরসভা গঠনের পর যে মানুষটি পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে বাঞ্ছারামপুর পৌরসভাকে একটি পর্যায়ে নিয়ে আসেন তিনি হলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ.টি এম কাউছার হোসেন। বাঞ্ছারামপুর পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতার হয়নি । বাঞ্ছারামপুর বাসী মতে বাঞ্ছারামপুর রূপকার ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম, এমপি দ্রুত সময়ের মধ্যে পেৌর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। । এ বিষয়ে মাননীয় জাতীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম, এমপি বাঞ্ছারামপুর রাজনৈতিক নেতৃবৃন্দ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দ্রততম সময়ের মধ্যে বাঞ্ছারামপুর পৌরসভার নির্বাচন সম্পন্ন করা যায়।
বাঞ্ছারামপুর পৌরসভা গঠনের পর উল্লেখযোগ্য কাজের মধ্যে বাঞ্ছারামপুর শহরের যানজট নিরসনকল্পে শহরের বাহিরে আলীয়াবাদ গ্রামে নতুন পৌর বাসস্ট্যান্ড নির্মানে বিশেষ অবদান রাখেন সাবেক প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব এটি এম কাউছার হোসেন । এছাড়া বাঞ্ছারামপুর পৌরসভার বর্তমান অস্থায়ী কার্যালয়টি বাঞ্ছারামপুর পৌরসভার অনুকুলে স্থায়ী বন্দোবস্ত প্রদানের বিষয়ে যাদের অবদান চির স্মরনীয় হয়ে থাকবে তারা হলেন সাবেক প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম কাউছার হোসেন ও বর্তমান পৌর প্রশাসক ও উপজেলা চেয়ারমান মো: সিরাজুল ইসলাম , সাবেক যুগ্ম সচিব ও আওয়ামীলীগ সভাপতি।
বাঞ্ছারামপুর পৌরসভার মধ্যে স্যাটেলম্যান ভূমি অফিস, বাঞ্ছারামপুর সরকারী কলেজ, সহকারী পুলিশ সুপারের কার্যালয়সহ অন্যান্য সরকারী-বেসরকারী অফিস আদালত,স্কুল-কলেজ বিদ্যমান আছে । তবে বাঞ্ছারামপুর পৌরসভায় ফায়ার সার্ভিস থাকায় সাম্প্রতিক সময়ে আগুন লেগে বেশ কয়েকটি মার্কেটসহ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে না । বাঞ্ছারামপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও পৌরসভার নিজস্ব অফিস ভবন নেই ।
বাঞ্ছারামপুর সদর হতে দক্ষিণ দিকে ফেরী ঘাট দিয়ে সরাসরি ঢাকার সাথে যোগাযোগের করা যায়। । বাঞ্ছারামপুর সদর হতে পূর্ব দিকে জেলা সদরের সাথে যোগাযোগের মাধ্যমও নৌপথ । তবে স্থল পথে জেলা সদরের সাথে যোগাযোগের ক্ষেত্রে কুমিলার কোম্পানিগঞ্জ হয়ে সিলেট চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রায় দীর্ঘ তিন ঘন্টা সময় ব্যয় করতে হয় । রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রেও কুমিলস্নার কোম্পানিগঞ্জ সড়ক ব্যবহার করা লাগে, যার যাতায়াত ব্যবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস